মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,

ورفغنا لك ذكرك

অর্থঃ আমি আপনার মহা সম্মানিত যিকির মুবারক, শান-মান, ফযায়িল ফযীলত, বুযূর্গী -সম্মান মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছি। সুবহানাল্লাহ (সূরা আলাম নাশরাহ-৪)

উক্ত আয়াত শরীফ উনার ব্যাখ্যায় অসংখ্য তাফসীরের কিতাবে এসেছে। যেমন, বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীসের আল তাবারীতে একখানা হাদীছ শরীফ বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ পাক বলেন যা হাদীছে কুদসি,

عن حضرت ابى سعيدِ الخدرى رضى الله تعالى عنه اَنّ رسول الله عليه وسلم قال اتانى حضرت جبريل عليه السلام فقال اِن ربى وربَّك لك كيف رفَعتُ ذكرك قال الله اعلم قال اذا ذُكِرْتُ ذُكِرْتَ معى

অর্থঃ হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নিশ্চয় নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, হযরত জীবরাইল আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার কাছে এসে বললেন, নিশ্চয়ই আমার এবং আপনার সম্মানিত রব তায়ালা তিনি জানতে চেয়েছেন আমি কিভাবে আপনার যিকির মুবারক বুলন্দ থেকে বুলন্দতর করেছি। হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, এ ব্যাপারে আল্লাহ পাক তিনি অধিক জানেন। অতপর আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, যখন আমার যিকির মুবারক করা হয় তার সাথে আপনারও যিকির মুবারক  করা হয়। সুবহানাল্লাহ।

এর ব্যাখায় শিফা শরীফে উল্লখ রয়েছে,

اذا ذكرت ذكرت معى فى قول لا الا الا الله محمد رسول الله

উক্ত কালিমা শরীফ খানা সমস্ত উম্মতের জন্য ফরয করে দিয়েছেন। সুবহানাল্লাহ।

মুস্তাদরেকে হাক্বীমে (২য় খন্ড/৬৭১ পৃঃ) বর্ণিত রয়েছে, যখন আল্লাহ পাক পানির উপর আরশে আযীম সৃস্টি করলেন তখন আরশে আমীম মুবারক কাপতে থাকল। ফলে আমি পবিত্র কালিমা শরীফ …. আরশে মুয়াল্লায় লিখে দিলাম। তখন আরশে আযীম স্থীর হয়ে গেলেন। সুবহানাল্লাহ।