হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করেন, আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি স্বপ্নে দেখেছিলেন যে, তার থেকে একটি নূর/আলো বের হয়ে সিরিয়ার বসরা নগরীর প্রাসাদসমূহ আলোকিত হয়ে গেছে। [সূরা আস সফ, আয়াত নং ৬, তাফসীরে আবু বকর যাকারিয়া, মুস্তাদরাকে হাকিম: ২/৬০০]
এমনকি এ সুসংবাদের কথা বাদশাহ নাজ্জাসীও স্বীকার করেছিল। [মুসনাদে আহমদ ১/৪৬১-৪৬২]
মক্কা শরীফ থেকে সিরিয়ার দূরত্ব হলো প্রায় ১৯৭৬ কিলোমিটার।
যে নবীর (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্মে শুধু ঘর নয়, ২০০০ কিলোমিটার আলোকিত হয়। সূর্য ও চাঁদের আলোতে যে নবীর (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছায়া পড়ে না সেই নবীকে (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিভাবে মাটির তৈরি বলো? নাঊযুবিল্লাহ মিন যালিক!